প্রকাশিত: ১৩/০৬/২০১৭ ৯:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৪ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, উখিয়ার কোর্টবাজার শাখার উদ্যোগে মঙ্গলবার (১৩ জুন) বিকাল ৫.০০ ঘটিকায় পালং গার্ডেন কমিউনিটি সেন্টারে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের সিনিয়র প্রিন্সিপার অফিসার এবং কোট বাজার শাখার ব্যবস্থাপক এস.এম. শাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সুলতান মাহমুদ চৌধুরী ও বিশিষ্ট রাজনীতিবিদ, সাহিত্যিক কবি আদিল চৌধুরী। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রামু শাখার ব্যবস্থাপক মোঃ হারুন-অর রশিদ। তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকার উপর আলোচনা পেশ করেন রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক জনাব মাওলানা আবুল ফজল। এ সময় ইসলামী ব্যাংক কোট বাজার শাখার সদ্য বিদায়ী ব্যবস্থাপক আবদুল্লাহ আল-হারুন, ফার্স্ট সিকিরিউটি ইসলামী ব্যাংক কোট বাজার শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম সহ ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক, সূধী, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শুধুমাত্র ব্যাংকিং কার্যক্রমই পরিচালনা করছে না বরং এই ব্যাংক সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে দেশ ও মানবতার কল্যানে প্রশংসনীয় অবদান রাখছে। প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ সহায়তা, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানের গরীব দুস্থ:দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, প্রাক প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা বঞ্চিতদের মাঝে শিক্ষার আলো দান ও আন্ নুর মক্তবের মাধ্যমে ধর্মীয় শিক্ষা দানের মত অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংক শরীয়াভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পাশা-পাশি ও আন্তরিকতাপূর্ণ সেবাদানের মাধ্যমে অত্র এলাকার সকল গোত্র, শ্রেণী ও পেশার মানুষেরমন জয় করতে সক্ষম হয়েছে।
সভাপতির বক্তব্যে এস.এম শাহ্ উদ্দিন বলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম সুদমুক্ত ও শরীয়াভিত্তিক পরিচালিত ব্যাংক। ইসলামী ব্যাংক শুধুমাত্র দেশের সেরা ব্যাংকই নয় আল্লাহর রহমতে একটি এটি বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ব্যাংকদের মধ্যে অন্যতম। তিনি ইসলামী ব্যাংকের সেবা জনগণের দোরগোডায় পৌঁছে দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান। পরে দেশ ও জাতীর কল্যানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল ফজল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ব্যাংকের অফিসার জনাব শহীদ উদ্দিন সোহেল।

পাঠকের মতামত

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...