প্রকাশিত: ২৬/০৭/২০২১ ৮:১৪ পিএম

উখিয়ায় অপহরণকারীর হাত থেকে দুই রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। ওই সময় অপহারনকারীকেও আটক করা হয়।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ট্রানজিট পুলিশ চেকপোষ্টের সম্মুখ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলো, কুতুপালং ক্যাম্প (৮) ওয়েস্ট এর ব্ল এ/৩৭ এর মো. ইউসুফের মেয়ে রোজিনা (৭) ও একই ওয়েস্টের ব্লক এ/৪১ এর জানে আলমের মেয়ে আনজুমা (৭)।
আটক অপহরণকারী হলো, ক্যাম্প ৭ এর ব্লক সি/৬ এর জকির আহম্মেদের ছেলে হোসেন জোহর (৪১)।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান সূত্র জানায়, টাকার লোভ দেখিয়ে হোসেন জোহর ক্যাম্প থেকে দুই শিশুকে অপহরন করে আটো রিকশা যোগে টেকনাফে দিকে পালাচ্ছিল। পরে শিশুরা কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা আটরিকশা থামায় । পরে এপিবিএনের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে এপিবিএন ১৪ এর অধিনায়ক নাইম উল হক বলেন, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুইজন ভিকটিমের অভিভাবকরা উখিয়া থানায় গেছে। ধৃতকে থানায় পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...