প্রকাশিত: ২৬/০৭/২০২১ ৮:১৪ পিএম

উখিয়ায় অপহরণকারীর হাত থেকে দুই রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। ওই সময় অপহারনকারীকেও আটক করা হয়।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ট্রানজিট পুলিশ চেকপোষ্টের সম্মুখ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলো, কুতুপালং ক্যাম্প (৮) ওয়েস্ট এর ব্ল এ/৩৭ এর মো. ইউসুফের মেয়ে রোজিনা (৭) ও একই ওয়েস্টের ব্লক এ/৪১ এর জানে আলমের মেয়ে আনজুমা (৭)।
আটক অপহরণকারী হলো, ক্যাম্প ৭ এর ব্লক সি/৬ এর জকির আহম্মেদের ছেলে হোসেন জোহর (৪১)।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান সূত্র জানায়, টাকার লোভ দেখিয়ে হোসেন জোহর ক্যাম্প থেকে দুই শিশুকে অপহরন করে আটো রিকশা যোগে টেকনাফে দিকে পালাচ্ছিল। পরে শিশুরা কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা আটরিকশা থামায় । পরে এপিবিএনের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে এপিবিএন ১৪ এর অধিনায়ক নাইম উল হক বলেন, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুইজন ভিকটিমের অভিভাবকরা উখিয়া থানায় গেছে। ধৃতকে থানায় পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

জামিন বাতিল, মহেশখালীর তোফায়েল হত্যা মামলায় ৭ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর ...

ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ‘জুলাইয়ে থানার বাইক চোরের কাছে অনেক সময় হেরে যাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটি’র ...