প্রকাশিত: ২৯/০৫/২০১৬ ৯:৪৮ পিএম

mail.google.comফারুক আহমদ, উখিয়া ::

উখিয়ার মধ্য রাজাপালং গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুর রহমান (৬৫) গত শনিবার দিবাগত রাতে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্না……. রাউজেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভোগ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৩ কন্যা ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল রবিবার সকাল ১১ টায় আবুল কাসেম নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা কবির আহমদ।

জানাযা শেষে মরহুম আলহাজ্ব আবদুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক সহ সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

উখিয়া প্রাথমিক শিক্ষক সমিতি

এদিকে ঘোনার পাড়া শফি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার এস.এম কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছৈয়দ আলম। বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি

ঘোনার পাড়া শফি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উখিয়া উপজেলা শাখার সভাপতি মাষ্টার হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাষ্টার হাসান জামাল রাজু।

উখিয়া সাংবাদিক ফোরাম

বিশিষ্ট শিক্ষাবিদ ও বাহার কম্পিউটার এর মালিক ইসমাইল হোসেন সোহেলের পিতা- আলহাজ্ব আবদুর রহমানের মৃত্যুতে সংবাদ পত্রে শোকবাণী দিয়েছেন উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গফুর মিয়া চৌধুরী। বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

#

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ...

কক্সবাজার–৪ আসনে এনডিএমের মনোনয়ন নিলেন সাইফুদ্দিন খালেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–০৪ (উখিয়া–টেকনাফ) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর প্রার্থী হিসেবে ‘সিংহ’ প্রতীক ...

তারেক রহমানের প্রত্যাবর্তনে মনোনয়ন বিরোধ ভুলে একসাথে কক্সবাজারের দুই বিএনপি নেতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে নিজেদের মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব ...