প্রকাশিত: ১৮/০৮/২০১৭ ৯:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৬ পিএম

শ.ম.গফুর, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তিতে আধিপত্য বিস্তার নিয়ে নতুন আসা ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যকার ব্যাপক সংঘর্ষে উভয় গ্রুপের ১০ জন ছুরিকাঘাতে কমবেশী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের অনেকেই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বস্তি অভ্যান্তরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে কুতুপালং রেজিস্টার্ড শরনার্থী শিবিরে নিরাপত্তার দায়ীত্বে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোহিঙ্গা সন্ত্রাসীদের স্বশস্ত্র সংগঠন আল-ইয়াকিন নামক জঙ্গি সংগঠনের একটি গ্র“পের দলবদ্ধ অন্তত ৩০/৪০ জনের ধারালো অস্ত্রধারী গ্র“প পুরাতন রোহিঙ্গাদের উপর আধিপাত্য বিস্তার নিয়ে অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীদের ধারালো ছুরিকাঘাতে মোঃ আমিন (৩০), পিতা- আলী আহমদ, জি ব্লক, মোঃ আনোয়ার (৩৫) পিতা- আমির সোলতান জি ব্লক, মোঃ জুবাইর (২৫) পিতা- মির আহমদ এ ব্লক, মোঃ জাহেদ (৩০) পিতা- ডাক্তার নুরুল ইসলাম এ ব্লক সহ আরো অন্তত ৫/৬ কম বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। আহতদের উদ্ধার কয়েকজনকে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় উল্লেখিত ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্প ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আলী আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, সংঘটিত ঘটনায় ২ পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটার আশংখা রয়েছে। কুতুপালং শরণার্থী শিবিরের ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন, ঘটনার ব্যাপারে শুনেছি, আমি রেজিষ্ট্রার্ট শিবির বিষয়ে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আছি। কিন্তু অনিয়ন্ত্রিত রোহিঙ্গা বস্তির ব্যাপারে আমি অবগত নয়।

পাঠকের মতামত

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা ...

আলোচিত স্কুলছাত্রী টেকনাফের তাসফিয়া হত্যা: এবার তদন্ত করবে পুলিশ

চট্টগ্রামের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের ...