প্রকাশিত: ২১/০৭/২০১৬ ৪:১৭ পিএম

received_1756114454661726সংবাদদাতা
উখিয়া কোটবাজারের ঝাউতলার অবস্হিত  রত্নাপালং ইউনিয়ন এবং রাজাপালং ইউনিয়নের মাঝামাঝি  কোটবাজার থেকে তুতুরবিল যাওয়ার একমাত্র রাস্তায় প্রবল বন্যাজনিত কারণে অভ্যন্তরীণ রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।রাস্তা ভেংগে মৃত্যুকোপে পরিণত হয়েছে। তুতুরবিল যাওয়া-আসার গ্রামীণ রাস্তা পানিতে ধসে পড়ে ও ক্ষতবিক্ষত হয়ে পড়ায় স্থানীয় ভাবে যানবাহন চলাচল ও জনযাতায়াতের চরমভাবে ব্যাঘাত ঘটছে।এই সড়কপথের প্রায় এলাকায় যানবাহন চলাচলও প্রায় বন্ধ দাড়িয়েছে।এতে প্রায় ১৮ হাজার মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এইছাড়া সড়কের নানাস্থানে ব্যাপক বিধস্ত ও ক্ষতবিক্ষত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল-হাটা-চলা অতিঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে।
সাম্প্রতিক বন্যায় বিধস্ত সড়কপথ মেরামত বা যানবাহন চলাচল উপযোগী করে তুলতে কোন কর্তৃপক্ষই উদ্যোগ নিচ্ছে না।নিরাপত্তার ক্ষেত্রে জীবনের অতিঝুঁকি থাকা সত্বেও তুতুরবিলের  প্রতিদিনই হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।তাছাড়া স্কুল পড়োয়া ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া আসা করতে ঝুঁকি নিতে হচ্ছে।তুতুরবিল এলাকার আবুল কাশেম এবং জনসাধারণ উখিয়া নিউজ কে জানান, বিধস্ত সড়কপথের বিকল্প হিসেবে নিচু এলাকায় মাটির তৈরি করে রাস্তা করার কোনো সুযোগ নেয়,ফলে জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে,তারা সরকার এবং জনপ্রতিনিধির কাছ থেকে কোনো সাহায্য-সহযোগিতা পাচ্ছেন না বলে জানান।তারা এইক্ষেত্রে জনপ্রতিনিধি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সং/ প্রে/ আবদুল্লাহ আল আজিজ

পাঠকের মতামত

বিয়ের দুদিন আগেই বরের দাফন

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই ...

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...