প্রকাশিত: ২১/০৭/২০১৬ ৪:১৭ পিএম

received_1756114454661726সংবাদদাতা
উখিয়া কোটবাজারের ঝাউতলার অবস্হিত  রত্নাপালং ইউনিয়ন এবং রাজাপালং ইউনিয়নের মাঝামাঝি  কোটবাজার থেকে তুতুরবিল যাওয়ার একমাত্র রাস্তায় প্রবল বন্যাজনিত কারণে অভ্যন্তরীণ রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।রাস্তা ভেংগে মৃত্যুকোপে পরিণত হয়েছে। তুতুরবিল যাওয়া-আসার গ্রামীণ রাস্তা পানিতে ধসে পড়ে ও ক্ষতবিক্ষত হয়ে পড়ায় স্থানীয় ভাবে যানবাহন চলাচল ও জনযাতায়াতের চরমভাবে ব্যাঘাত ঘটছে।এই সড়কপথের প্রায় এলাকায় যানবাহন চলাচলও প্রায় বন্ধ দাড়িয়েছে।এতে প্রায় ১৮ হাজার মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এইছাড়া সড়কের নানাস্থানে ব্যাপক বিধস্ত ও ক্ষতবিক্ষত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল-হাটা-চলা অতিঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে।
সাম্প্রতিক বন্যায় বিধস্ত সড়কপথ মেরামত বা যানবাহন চলাচল উপযোগী করে তুলতে কোন কর্তৃপক্ষই উদ্যোগ নিচ্ছে না।নিরাপত্তার ক্ষেত্রে জীবনের অতিঝুঁকি থাকা সত্বেও তুতুরবিলের  প্রতিদিনই হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।তাছাড়া স্কুল পড়োয়া ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া আসা করতে ঝুঁকি নিতে হচ্ছে।তুতুরবিল এলাকার আবুল কাশেম এবং জনসাধারণ উখিয়া নিউজ কে জানান, বিধস্ত সড়কপথের বিকল্প হিসেবে নিচু এলাকায় মাটির তৈরি করে রাস্তা করার কোনো সুযোগ নেয়,ফলে জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে,তারা সরকার এবং জনপ্রতিনিধির কাছ থেকে কোনো সাহায্য-সহযোগিতা পাচ্ছেন না বলে জানান।তারা এইক্ষেত্রে জনপ্রতিনিধি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সং/ প্রে/ আবদুল্লাহ আল আজিজ

পাঠকের মতামত

উখিয়ায় এইচএসসি ফল বিপর্যয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা

উখিয়ার দুটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষার্থীদের পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ...

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত উখিয়ার সন্তান নুরুল আবছার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান নুরুল আবছার ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ...

সপ্তাহে ২ দিন ছুটির সুবিধাসহ অফিসার পদে নিয়োগ, কর্মস্থল কক্সবাজার

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ...