প্রকাশিত: ৩১/০৩/২০১৮ ১০:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৫ এএম

সংবাদদাতা::
কক্সবাজারের উখিয়া উপজেলা সদর দারোগা বাজারের ব্যবসাীয়দের সতর্ক করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত।৩১ মার্চ বেলা ১২ টার সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর আদালত ব্যবসায়ীদের দ্বারা হাট-বাজারে ভোক্তা সাধারণের চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দোকানীদের সতর্ক করলেন।

এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, হাট বাজারের নালার উপর কিংবা অন্য কোনভাবে দোকান বাড়িয়ে ভোক্তাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবেনা।

যদি করা হয় তাহলে আগামীবার এই ভ্রাম্যমান আদালত জরিমানা সহ প্রয়োজনে জেল দিবেন। এসময় তিনি নালার উপর দোকান বসায় তাৎক্ষনিক উঠিয়ে দেন। ভ্রাম্যমান আদালত মিষ্টি ঘরের বাবুলকে বেকারীতে অপরিচ্ছন্নতার দ্বায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া সীমান্ত বাংলা মার্কেটের ব্যবসায়ী সাইফুল ইসলামকে নালার উপর মাল রাখার দ্বায়ে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) একরামুল সিদ্দিকী ভ্রাম্যমান আদালতে অংশ নেন।

পাঠকের মতামত

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...

কক্সবাজার বিমানবন্দরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এয়ারএস্ট্রার ফ্লাইট!

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ারএস্ট্রা এয়ার লাইন্সের ...