চাঁদপুরে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা দুই নারী
চাঁদপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন দুই রোহিঙ্গা নারী। ...

শ.ম.গফুর, উখিয়া:;
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা টাল লাগোয়া দক্ষিণের বালুখালী তেলীপাড়া খালে অজ্ঞাত এক মৃতদেহের সন্ধান মিলেছে। স্থানীয় জেলে লাল মিয়া তেলীপাড়া খালে মাছ ধরার জাল বসাতে গিয়ে ঝোপঝাড়ে মৃতদেহটির “পা “ভাসতে দেখে এলাকাবাসী কে জানাই। রাজাপালং ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার বখতিয়ার আহমদ লাশ ভাসছে খবর পেয়ে উখিয়া থানাকে অবগত করেছেন বলে জানান। মৃতদেহটি কুতুপালং রোহিঙ্গা টালের জনৈক অপহৃত আয়ুব মাঝির বলে ধারণা করছেন তার আত্মীয়সজন। এ রিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত সনাক্ত করা যায়নি মৃতদেহটি কে? এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি এবং মৃতদেহটি উদ্ধারের তৎপরতা শুরু হয়নি। বিস্তারিত আসছে…
পাঠকের মতামত