প্রকাশিত: ২৭/০৬/২০১৬ ৩:৩৭ এএম , আপডেট: ২৭/০৬/২০১৬ ১০:২০ এএম

13536124_1309595249070446_1525793595_nমাহমুদুল হক বাবুল, উখিয়া ::
উখিয়ার বহুল আলোচিত ডজন মামলার পলাতক আসামী কামাল উদ্দিন প্রকাশ কামালইল্ল্য ডাকাতকে অবশেষে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত কামালইল্লা ডাকাতের বিরুদ্ধে চাঁদাবাজী, ছিনতাই, ডাকাতি, অপহরণ, ধর্ষন, অস্ত্রমামলা সহ একাধিক মামলার গ্রেপ্তারি পরয়োনা রয়েছে। তার গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে এবং এলাকায় মিষ্টি বিতরন করা হয় বলে জানা যায়। জানা গেছে, উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া গ্রামের জানে আলমের ছেলে এলাকার চিহ্নিত অস্ত্রধারী ও শীর্ষ সন্ত্রাসী কামাইল্লা ডাকাত হাজির পাড়া, মালিয়ারকুল ও দুছড়ী এলাকার সাধারন নিরহ লোকজনদেরকে দীর্ঘ দিন ধরে গতিরোধ করে চাঁদাবাজী ও অস্ত্রের মূখে জিম্মি করে মুত্তিপন আদায় করে আসছিল। খবর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী ভুক্তভোগী মানুষের কান্নার রুল সহ্য করতে না পেরে গতকাল রোববার রাত সাড়ে ১০ টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করে উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন বলে জানা যায়। চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ ও শান্তি শৃংখলা বিনষ্ট কারীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করে সুন্দর সমাজ গঠন কল্পে সক্রিয় ভুমিকা পালন করা হবে বলে তিনি জানান। থানার ওসি মোঃ হাবিবুর রহমান ডাকাত আটকের সত্যতা স্বীকার করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...