

কক্সবাজারের উখিয়ায় এনজিও চাকরিচ্যুত হোস্ট শিক্ষকদের পুনর্বহালের দাবিতে আন্দোলন ঘিরে দিনভর উত্তেজনা, সংঘর্ষ ও নাটকীয়তার পর আটক শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের মুক্তি দেওয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল থেকে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্র, হোস্ট শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। একপর্যায়ে তারা উখিয়া থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে উখিয়া থানার ওসি আরিফুল ইসলামের প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করেন। এতে কয়েক দফায় উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে বিকেলে আটক শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের জিম্মায় মুক্তি দেওয়া হয়। জিম্মায় নেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল ও এনসিপি’র কেন্দ্রীয় নেতা এস এম সুজা উদ্দিন।
মুক্তিপ্রাপ্তদের তালিকা
১. সাইফুল ইসলাম মারুফ (২০), পিতা- মুজিবুল হক, গ্রাম- আহলাদ হোসেন, রাজাপালং ইউনিয়ন
২. হাফিজুর রহমান সৈকত (২২), পিতা- মোহাম্মদ হোসেন, গ্রাম- ছেপটিখালী পাড়া, রাজাপালং ইউনিয়ন
৩. নজরুল ইসলাম নোমান (২২), পিতা- শফিউল করিম, গ্রাম- বড়বিল, রাজাপালং ইউনিয়ন
৪. মো. মিজানুর রহমান (২৪), পিতা- নুরুল ইসলাম, গ্রাম- রত্নাপালং ইউনিয়ন
৫. মো. দেলোয়ার হোসেন রফিক (২৪), পিতা- জসিম উদ্দিন, গ্রাম- হলদিয়াপালং ইউনিয়ন
৬. মো. শহিদুল ইসলাম মিজান (২৫), পিতা- সৈয়দ নুরুল হক, গ্রাম- কুতুপালং, রাজাপালং ইউনিয়ন
৭. মো. শহিদুল ইসলাম সাদেক (২২), পিতা- মুজিবুল হক, গ্রাম- আহলাদ হোসেন, রাজাপালং ইউনিয়ন
৮. শহিদুল ইসলাম সাকিব (২২), পিতা- মুজিবুল হক, গ্রাম- আহলাদ হোসেন, রাজাপালং ইউনিয়ন
৯. হুমায়ুন কবির (২৫), পিতা- সোলেমান কবির, গ্রাম- হলদিয়াপালং ইউনিয়ন
১০. আব্দুল্লাহ আল মামুন (২৩), পিতা- আবদুল গফুর, গ্রাম- রাজাপালং ইউনিয়ন
১১. আজমাইন হোসেন (২০), পিতা- জাফর আলম, গ্রাম- কুতুপালং, রাজাপালং ইউনিয়ন
১২. শফিকুল ইসলাম সোহেল (২৪), পিতা- মৃত সোলেমান, গ্রাম- কুতুপালং, রাজাপালং ইউনিয়ন
১৩. মোরশেদুল আলম (২৩), পিতা- মৃত মুজিবুল হক, গ্রাম- কুতুপালং, রাজাপালং ইউনিয়ন
১৪. মাহফুজুল হক (২১), পিতা- মৃত আমান উল্লাহ, গ্রাম- কুতুপালং, রাজাপালং ইউনিয়ন
১৫. মো. কামাল হোসেন (২৫), পিতা- মৃত আবদুল মজিদ, গ্রাম- কুতুপালং, রাজাপালং ইউনিয়ন
১৬. হেলাল উদ্দিন (২২), পিতা- আবদুল গফুর, গ্রাম- কুতুপালং, রাজাপালং ইউনিয়ন
১৭. মো. সাইফুল ইসলাম (২৩), পিতা- মৃত আবদুল মালেক, গ্রাম- রাজাপালং ইউনিয়ন
১৮. রাশেদা সুলতানা (২০), পিতা- গফুর আহমদ, গ্রাম- কুতুপালং, রাজাপালং ইউনিয়ন
১৯. মো. রাশেদুল ইসলাম (২৪), পিতা- আবদুল হক, গ্রাম- কুতুপালং, রাজাপালং ইউনিয়ন
২০. রাশেদা সুলতানা (২৬), পিতা- মৃত জসিম আহমদ, গ্রাম- কুতুপালং, রাজাপালং ইউনিয়ন। সহ ২৭ জন।
পাঠকের মতামত