উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০১/২০২৪ ৪:০৯ পিএম , আপডেট: ০৭/০১/২০২৪ ৪:৫৭ পিএম

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আলোচিত প্রার্থী ছিলেন লাঙল প্রতীকের মু. নুরুল বশর (স্বতন্ত্র)। নৌকা প্রতীকের প্রার্থী শাহিন আকতারের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তার।

জয়ের ব্যাপারে তিনি অনেকটাই নিশ্চিত বলে জানাচ্ছিলেন। কিন্তু বিকেলে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী মু. নুরুল বশর।

নুরুল বশর তার ফেসবুক আইডিতে লেখেন—‘প্রিয় উখিয়া টেকনাফবাসী, কেন্দ্র দখল ভোট ডাকাতি, জালভোট, এজেন্ট বের করে দেওয়া ও নজিরবিহীন অনিয়ম প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্ব করে আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। তাই আমি এই ভোট বর্জন করলাম।’

এর আগে, একই অভিযোগে ভোট বর্জন করেন জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টু।

পাঠকের মতামত

কক্সবাজারে প্রধান উপদেষ্টার চিংড়ি ঘেরে ডাকাতি, আহত ৪

কক্সবাজারের চকরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ...