ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৩ ৬:২৩ এএম

উখিয়ার কোট বাজারে স্টেশনের উত্তর পাশে বটতলী মসজিদের পিছনে ধানী জমি থেকে হাত পা বাঁধাঅবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে পথচারীরা হলদিয়া পালং ইউনিয়নের রুমখা পালং এলাকার বিলে লাশটি পড়ে থাকতে দেখতে পায়। লাশ টিতে পচন ধরেছে এবং মুখমন্ডল পুরো শরীরে কালো মুবিল দিয়ে বিকৃত করে দেয়া হয়েছে ।
থানার ডিউটি অফিসার জানান, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। নিহতের পরনে একটি লুঙ্গি, গায়ে হাফহাতা টি শার্ট, মাথায় সাদা টুপি রয়েছে। তার শরীরে পচন ধরেছে এবং লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পুলিশ বলছে, নিহতের পেটের নাভীর পাশে দুর্বৃত্তরা চুরিকাঘাত করেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে দূর্বৃত্তরা হাত-পা বেঁধে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে পালিয়ে যায়।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...