
কক্সবাজারের উখিয়া সদরের মালভিটা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। স্হানীয় মৃত শফিকুর রহমানের ছেলে মোঃ ইলিয়াস (৩৩) নিজ বাড়ীতে টমটম (ইজিবাইক) চার্জ দেয়ার সময় তার অকাল মৃত্যু ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে। মৃত ইলিয়াসের বড় ভাই মোঃ ইদ্রিস জানান, শুক্রবার সন্ধ্যায় তার বসত বাড়ীর উঠানে টমটম চার্জে দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়। সাথে সাথে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম জানান। নিহত ইলিয়াস চার ছেলে মেয়ের জনক।উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।
পাঠকের মতামত