পাহাড়ে ঝর্ণা দেখতে গিয়ে পানির স্রোতে ভেসে গেল উখিয়ার মেহরাব
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে গিয়ে পানির প্রবল স্রোতে ...
ইমরান জাহেদ, উখিয়া ::
উখিয়ায় বজ্রপাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২০, ব্লক এম-৮ এর একই পরিবারের ৫ জন আহত হয়েছে। বজ্রপাতের ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যার দিকে ক্যাম্প ২০, ব্লক এম-৮ এ। আহতরা হলেন, আবুল হোছনের স্ত্রী আনোয়ারা (৪৫) ও তার ছেলে সানা উল্লাহ (২৬), জিয়াবুর রহমান (১৮), আবুল হোছনের মেয়ে আছিয়া বিবি (১৫) ও সানা উল্লাহ স্ত্রী হোসনে আরা (২৪)। বজ্রপাতের পরে তাদের সবাইকে এম-৮ ব্লকের মাঝি ও আশপাশের অন্যান্য লোকজন উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা আইওএম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে অবস্থানরত আছে। বিষয়টি নিশ্চিত করেছে ক্যাম্প ২০, ব্লক এম-৮ এর মাঝি আলী জোহার।
পাঠকের মতামত