উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০২/০৬/২০২৫ ৬:৫০ এএম

ইমরান জাহেদ, উখিয়া ::
উখিয়ায় বজ্রপাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২০, ব্লক এম-৮ এর একই পরিবারের ৫ জন আহত হয়েছে। বজ্রপাতের ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যার দিকে ক্যাম্প ২০, ব্লক এম-৮ এ। আহতরা হলেন, আবুল হোছনের স্ত্রী আনোয়ারা (৪৫) ও তার ছেলে সানা উল্লাহ (২৬), জিয়াবুর রহমান (১৮), আবুল হোছনের মেয়ে আছিয়া বিবি (১৫) ও সানা উল্লাহ স্ত্রী হোসনে আরা (২৪)। বজ্রপাতের পরে তাদের সবাইকে এম-৮ ব্লকের মাঝি ও আশপাশের অন্যান্য লোকজন উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা আইওএম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে অবস্থানরত আছে। বিষয়টি নিশ্চিত করেছে ক্যাম্প ২০, ব্লক এম-৮ এর মাঝি আলী জোহার।

পাঠকের মতামত

পাহাড়ে ঝর্ণা দেখতে গিয়ে পানির স্রোতে ভেসে গেল উখিয়ার মেহরাব

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে গিয়ে পানির প্রবল স্রোতে ...