ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ৯:৪১ পিএম

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালংয়ে পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশু উখিয়ার হলদিয়াপালং এলাকার হাফেজ ফরিদের মেয়ে আয়েশা আকতার।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় শিশুটির।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে আয়েশা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চারপাশে সন্ধান শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...