হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/১২/২০২৫ ৭:৫৫ পিএম

উখিয়া নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচন কোনো বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়েছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে, আর ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো—মোট ১,৬৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৫১ জন।
সভাপতি পদে জয়নাল আবেদীন (ছাতা) বড় ব্যবধানে এগিয়ে ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল উদ্দিন (খেজুর গাছ) পেয়েছেন ২৪৩ ভোট। তৃতীয় প্রার্থী রহমত উল্লাহ (চেয়ার) পান ১৭ ভোট।
সহ-সভাপতি পদে জসিম উদ্দিন (কলস) প্রায় একচেটিয়া ফল নিয়ে বিজয়ী—তার প্রাপ্ত ভোট ৮২৬। প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন (বাইসাইকেল) পেয়েছেন ১০১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলম (আনারস) ৪৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। খুব কাছাকাছি ব্যবধানে হেরে যান আলী জহির (হরিণ), তার প্রাপ্ত ভোট ৪৩৬। কোষাধ্যক্ষ পদে জয়নাল উদ্দিন (মাইক) ৫৭৪ ভোটে জয়ী হন, যেখানে প্রতিদ্বন্দ্বী ছাবের আহমদ (উড়োজাহাজ) পেয়েছেন ৩৬৩ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সরাসরি কমিটিতে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন। তারা হলেন—সৈয়দুর রহমান (তালাচাবি), আলা উদ্দিন (টেলিফোন), আজীম উদ্দিন (তালগাছ), আমীর আলী (আপেল), নুরুল কবির (মোবাইল), রহিম উল্লাহ (মই), নুরুল আলম (আম) ও মুহাম্মদ ইউসুফ (ফুটবল)।
শ্রমিকদের বৃহৎ এই সংগঠনের নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর নির্বাচিত কমিটির প্রতি স্বস্তি ও প্রত্যাশার সুর স্পষ্ট হয়ে উঠেছে ভোটারদের মুখে।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...

শিশুদের সৃজনশীলতা বাড়াবে ‘এনগেজ টুলকিট’: ব্র্যাক আইইডি

প্রচলিত শিক্ষায় শিক্ষকেরা একাডেমিক কারিকুলামকে প্রাধান্য দিয়ে ও নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। ...