এম ফেরদৌস, বিশেষ প্রতিবেদক, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ১০:৪১ এএম

উখিয়ার বৃহত্তর ভালুকিয়ায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে গ্র্যাজুয়েশন ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রুবার বিকাল ৩ টার দিকে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পাঠ ও বেলুন উড়িয়ে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটান উদ্যোক্তারা।

সংগঠনের আত্মপ্রকাশ শেষে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের হলরুমে কোরআন তেলোওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

শুরুতেই পরিচয় পর্ব, এর পরে গ্র্যাজুয়েশন ফোরাম সংগঠনটি গঠন করার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন নিবন্ধিত ও উদ্যোক্তা পরিষদের সদস্য নুরুল হক।

বৃহত্তর ভালুকিয়া কেন্দ্রীক গ্র্যাজুয়েট বা সমমান ডিগ্রি অর্জনকারী ব্যক্তিদের নিয়ে এ সংগঠনের কর্মপরিকল্পনা ও লক্ষ উদ্যেশ্য প্রণয়ন করা হয়।

গ্র্যাজুয়েশন ফোরামের উদ্যোক্তা ও নিবন্ধিত সদস্য সৈয়দ নুরের সঞ্চালনায় গ্রেজুয়েট ফোরামের অন্যতম উদ্যোক্তা ও নিবন্ধিত সদস্য জাহেদুল ইফতেকার রিফাত সংগটনের কাঠামো ও লক্ষ উদ্যেশ্য নিয়ে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন।

এ আলোচনার প্রতিপাদ্যে দেখা গেছে, বৃহত্তর ভালুকিয়ায় সকল গ্রেজুয়েট ব্যক্তিদের নিয়ে ঐক্যের আহবান, শিক্ষিত সমাজ বিনির্মানে সকলকে একতাবদ্ধ হয়ে সমাজে কল্যাণমূলক কর্মকান্ড বাস্তবায়ন করা।

সেই লক্ষ্যে সাংগঠনিক ভাবে কিছু লক্ষ্য উদ্যেশ্য প্রনায়ণ হয়।

উন্নয়ন কার্যক্রম:

· বৃহত্তর ভালুকিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে কর্মূসূচি গ্রহণ ও বাস্তবায়ন।

· শিক্ষার প্রসারে এবং উচ্চ শিক্ষায় সচেতনতা বৃদ্ধি।

স্বীকৃতি ও উৎসাহ:

· এলাকার গুণী ও শিক্ষিত ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা।

· সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মাননা ও স্বীকৃতি প্রদান।
কমিউনিটি প্রোগ্রাম:
· স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম চালু করা।

· স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রতিভা বিকাশে সহায়তা করা

সদস্য হওয়ার যোগ্যতা :

১. গ্র্যাজুয়েট বা সমমান ডিগ্রি অর্জনকারী বৃহত্তর ভালুকিয়ার স্থায়ী বাসিন্দা।
২. ফোরামের নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে ঐক্যমত পোষণকারী ও নিবন্ধিত সদস্য হতে আগ্রহী।

৩. এক কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্র্যাজুয়েট সনদ ও জাতীয় পরিচয়পত্রের
ফটোকপি সংযুক্ত করতে হবে।

পাঠকের মতামত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আমার নামে “সাত হাজার পিস ইয়াবাসহ একজন আসামিকে ক্যাম্পে এনে পরবর্তীতে আর্থিক ...

নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ নেতা আবরার গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) ...