ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০২/২০২৩ ৮:৫০ পিএম

মিয়ানমার থেকে কক্সবাজারের উখিয়া উপজেলায় পাচারকালে সীমান্ত এলাকা থেকে এক লাখ ইয়াবা বড়িসহ মো. শরিফ হোসেন (২১) নামে একজন রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের গোদা এলাকার থেকে ওই ইয়াবা বড়িগুলোসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

শরিফ হোসেন উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার–৩৪ বিজিবির অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা বড়ি মিয়ানমার থেকে বাংলাদেশে এনে কেনাবেচা করবে। অধিনায়কের নেতৃত্বে রেজুআমতলী সীমান্ত চৌকির টহল দল সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৪ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তুলাতুলী জলিলের গোদা থেকে ওই এক লাখ ইয়াবা বড়িসহ শরিফকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। শরিফকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, কক্সবাজার-৩৪ বিজিবি চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩ কোটি ১ লাখ ৮ হাজার ২০০ টাকার মূল্যের ৪ কোটি ৩৩ লাখ ৬৯৪টি ইয়াবা বড়ি এবং ৫ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ১.০৩০ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ১৮ কোটি ১৬ লাখ ৮ হাজার ২০০ টাকার মাদকদ্রব্যসহ ৮ জন আসামিকে আটক করতে সক্ষম হয়।

পাঠকের মতামত

সীমান্তে জেলে–রোহিঙ্গা জোটে মাদক নেটওয়ার্ক

কক্সবাজারের টেকনাফ উপকূল ও প্রবালদ্বীপ সেন্টমার্টিন রাতের অন্ধকারে গোপন এক আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে পরিণত ...

মাদক মামলায় রোহিঙ্গাসহ ২ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন

কক্সবাজারে ইয়াবা পাচারের ঘটনায় করা মামলায় রোহিঙ্গাসহ দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ...

কক্সবাজার-২: বিএনপি প্রার্থী নিয়ে রহস্য, মাঠে জামায়াতের প্রভাব

জুলাই গণঅভ্যুত্থানের আগে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির জোটসঙ্গী ছিল জামায়াতে ইসলামী। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ ...