কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী- স্ত্রীকে আটক করেছে। আটককৃতরা হলেন আবুল কালাম (৩০) ও তার স্ত্রী রুবি আক্তার (২৫)। মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর আতুরার ডিপো এলাকা থেকে তাদের আটক করা হয়।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক কালামো তার স্ত্রী রুবির বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। তারা টেকনাফ থেকে ইয়াবা এনে নগরীর আতুরার ডিপোতে বিক্রি করতে এসেছিল। ”
তিনি আরও জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে অভিযান চালায়। এই অভিযানে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত