উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/০৮/২০২২ ৬:১১ পিএম , আপডেট: ৩১/০৮/২০২২ ৬:১৪ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে আওয়ামী লীগ টেকনাফ পৌর শাখার উদ্যোগে বুধবার (৩১-আগস্ট) সকাল ১১ টায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের কার্যালয়ে খতমে কুরআন ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় খতমে কুরআন ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় এমপি বদি বলেন, আমার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন হয়েছে তা অতুলনীয়। উখিয়া টেকনাফের উন্নয়ন নিয়ে বিএনপির সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ষড়যন্ত্র করছেন। চাচা শাহজাহান চৌধুরীী বয়সের ভারে চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, তাই উন্নয়ন দেখতে পায়না।
যিনি গণমানুষের উন্নয় দেখতে পারে না, সে কিভাবে রাজনীতি করার সক্ষমতা রাখে।
তার রাজনৈতিক জনপ্রিয়তা নাই। তাই বিভিন্ন সভা সমাবেশের নামে হাতেগুনা কিছুমানুষ জমায়েত করে অসত্য কথাবার্তা বলে সরকারের উন্নয়নের বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছেন। সাবেক এমপি শাহজাহান চৌধুরী জনগনের সাথে প্রহসনের রাজনীতি করছেন,এখন মানুষ সুচতুর ও সচেতন, এইজনগনকে প্রতারনা করে আর ধোকা দেওয়া যাবে না। আপনি হইত জানেন না, উখিয়া টেকনাফের মানুষ শান্তিশিষ্ট ও সুশৃঙ্খল। এখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সফল হওয়া যাবে না।

সম্প্রতি উখিয়ার কোর্টবাজারে বিএনপির সভায় শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফে কোন উন্নয়ন হয়নি বলে মিথ্যা দাবী তুলে বলেন এমপি বদি উন্নয়নের পরিবর্তে মাদকের চাষ করেছেন। এই বক্তব্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ বলেন মিডিয়ার সামনে আপনার সাথে আমার একটা টকশো হোক, সেখানে আমি উন্নয়নে পক্ষে বিপক্ষে প্রশ্ন উত্তরে কথা বলবো, আর আপনি (চাচা শাহজাহান চোধুরী) উন্নয়ন হয়নি তার প্রমাণ নিয়ে কথা বলবেন। এছাড়া চৌধুরীকে তার দেওয়া বিভিন্ন অপবাদের সত্যতার জন্য তার সন্তানদের পাশে রেখে শপথ করে বলারও অনুরোধ করেন।

সাবেক এমপি বদি আরও বলেন, টেকনাফের আপামর জনগণ জানে এবং আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা জানে, উন্নয়নের ব‍্যাপারে আমি যদি বলি তাহলে আপনি আমার উন্নয়নের সামনে পিপিলিকাও নয়।
তিনি আরও বলেন,ইয়াবার বীজতো শাহজাহান চৌধুরী রুপন করে গেছেন,যে গাছের শাখা প্রশাখা এখন প্রসস্ত হয়ে উখিয়া টেকনাফবাসীকে কলঙ্কিত করেছেন।সে কথা ভূলে ওনি এখন ধোয়া তুলসীপাতার ভান ধরেছে।

টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের সঞ্চালনায় গণণোজে পৌর কাউন্সিলর আবদুল্লাহ মনির, হোছাইন আহমদ, রেজাউল করিম মানিক, এহতেশামুল হক বাহাদুর, দিল মোহাম্মদ দিলু, প্যানেল মেয়র-৩ আরফা বেগম বিএ, মহিলা কাউন্সিলর কোহিনুর আক্তার, লিলি আকতার, পৌর ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

উখিয়ায় সংবাদকর্মী আমিনের মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা রহস্য উন্মোচনের দাবি

উখিয়ার তরুণ সংবাদকর্মী নুরুল আমিনের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। প্রথমদিকে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ...

টেকনাফে সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উখিয়ার মুফিজউদ্দোল্লার ইন্তেকাল

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুফিজউদ্দোল্লা প্রকাশ (রাজামিয়া) আর নেই। ...

কক্সবাজারে ভোটার তালিকা হালনাগাদ : নতুন ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭০০ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোর প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। ইতিমধ্যে জেলা নির্বাচন কর্মকর্তাদের করণীয় ...

উখিয়ার হরিণমারার সাইফুলের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় তিন শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় আব্দুল ...