প্রকাশিত: ২২/০১/২০১৭ ১০:৪৪ এএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::

কক্সবাজার সদরের ইসলামপুর শিল্প এলাকার একমাত্র নৌপথটি দখলবাজদের দখলে হারাতে বসেছে তার নিজস্ব নাব্যতা। লবণ মিল করার নাম দিয়ে একের পর এক খালের দু’পাশ দখলের প্রতিযোগিতায় মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা।

অভিযোগে জানা যায়, উক্ত শিল্প এলাকায় নামে বেনামে ৭০টির ও অধিক লবণ মিল রয়েছে। তৎমধ্যে বেশ কয়েকটি মিল সাইনবোর্ড নাম সর্বস্ব এবং রশিদ মূলে। অপরদিকে একমাত্র লবণ ঘাট নামে পরিচিত ইসলামপুর খালের দু’পাশে ইতোমধ্যেই গড়ে উঠেছে বেশ কয়েকটি লবণ মিল। যাদের সরকারী কোন কাগজপত্র নেই। দখলবাজরা চলতি মৌসুমকে সামনে রেখে খালের উভয় পার্শ্বের বিভিন্ন পয়েন্টে একের পর এক গড়ে তুলেছে লবণ মিল।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, মোহাম্মদীয়া সল্টের পূর্ব পার্শ্বে,বেসোডিয়াম সল্টের পশ্চিম পার্শ্বে, কৃষিবিদ সল্টের দক্ষিণ পার্শ্বে, সৈকত সল্টের পূর্ব পার্শ্বে, নূরানী সল্টের দক্ষিণ পাশসহ বিভিন্ন স্থানে দখলবাজরা রাতদিন ট্রাক ডাম্পার দিয়ে মাটি ফেলে এবং লবণ মিলের পলিমাটি দিয়ে বিভিন্ন স্থাপনার সাহায্যে গড়ে তুলেছে লবণ মিল। স্থানীয় লবণ মিল মালিক ও নদী দখলদারেরা একের পর এক নদীর বিভিন্ন টেক-বাঁক দখল করলেও প্রশাসন রয়েছে নিরব দর্শকের ভূমিকায়।

স্থানীয় নৌ চালকরা জানান,এভাবে ইসলামপুর নদী দখলদারদের দখলে চলে গেলে অচিরেই শিল্প এলাকায় লবণ আমদানির রপ্তানীর একমাত্র পথটি বন্ধ হয়ে যাবে।

পাঠকের মতামত

টেকনাফের কচ্ছপিয়া উপকুল; মালয়েশিয়ায় পাচারের নিরাপদ রুট

টেকনাফের কচ্ছপিয়া উপকুলের বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়ায় মানবপাচারের ঘটনা ঘটছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বঙ্গোপসারের ওই ...

হোটেল-মোটেল থেকে অর্থ সংগ্রহ করে লাইফ গার্ড নিয়োগের নির্দেশ

তহবিল সংকটের কারণে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের কার্যক্রম আগামী ...

সিন্ডিকেটের কব্জায় কক্সবাজার সৈকত, চলছে দখলযজ্ঞের মহোৎসব

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার—যা একদিকে প্রকৃতির অমূল্য দান, অন্যদিকে কোটি দেশি-বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। ...

বিতর্কিত মন্তব্যে আলোচিত মুফতি আমীর হামজা কক্সবাজারে: সতর্ক করলো জামায়াত

 বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা’কে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ...