ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৪/২০২৩ ৩:৩৪ এএম

কক্সবাজারে ৩ লাখ ইয়াবা পাচারের মামলায় ৬ পাচারকারীকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা আদালত। একই সঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ এপ্রিল) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক (ভা.) নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের আবুল কাসেমের ছেলে আলম প্রকাশ চলনদার, নুরুল আলমের ছেলে নাছির উদ্দিন, মফিজের ছেলে জসিম, সাইফুল হকের ছেলে কলিম উল্লাহ, সুফি আলমের ছেলে হোসেন এবং একই উপজেলার শেখেরখীল গ্রামের মঞ্জুর আলমের ছেলে কামাল। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং দণ্ডিত আসামিদের পক্ষে অ্যাডভোকেট জাহেদ চৌধুরী মামলাটি পরিচালনা করেন।

পাঠকের মতামত

উখিয়ার পূর্ব দরগাহ বিল দক্ষিণপাড়া ইবতেদায়ী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

উখিয়ার রাজাপালং ইউনিয়নের পুর্ব দরগা বিল দক্ষিণপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৩০ লাখ টাকা ব্যয়ে নতুন ...