প্রকাশিত: ১৮/০৫/২০১৬ ৭:৪৭ এএম
45165116সীতাকুণ্ড প্রতিনিধি::

সীতাকুন্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনে খুন হওয়া তরুণীর পরিচয় মিলেছে। তার নাম মুন্নী আক্তার (২৪)। তিনি নগরীর পোর্ট সিটি ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।

শনিবার দুপুরে ইকোপার্কের ভেতর থেকে মুন্নীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তখন তার পরিচয় জানা যায়নি। পরদিন পত্রিকায় খবর দেখে মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। মুন্নী চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর গোবিন্দরখীল গ্রামের আবুল কালামের মেয়ে। পরিচয় জানা গেলেও কি কারণে তাকে হত্যা করা হয়েছে- তা এখনও জানতে পারেনি পুলিশ। তিন দিন পেরিয়ে গেলেও আটক করা যায়নি কাউকে। মুন্নীর মা হাসনা আরা বেগম দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের কয়েক সহপাঠী মুন্নীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা বিভিন্ন সময়ে তাকে উত্ত্যক্ত করত। তাদের আটক করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। সীতাকুন্ড মডেল থানার এসআই কামাল উদ্দিন জানান, উদ্ধারের সময় মৃতদেহের মাথা, হাত, নাকসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নি ছিল।

পাঠকের মতামত

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা ...

আলোচিত স্কুলছাত্রী টেকনাফের তাসফিয়া হত্যা: এবার তদন্ত করবে পুলিশ

চট্টগ্রামের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের ...