প্রকাশিত: ১৮/০৯/২০১৬ ৭:২৪ এএম

3775f781a9b32560f23005d2dd73f916বোয়ালখালী প্রতিনিধি ::

বোয়ালখালীতে একটি ‘অলৌকিক হাত’ দেখতে আশ-পাশের হাজারো উৎসুক মানুষের ঢল পড়েছে। উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে পূর্ব সৈয়দ নগর বড়পুকুর পাড়ে হযরত রমজান আলী শাহ মাজারের পাশে টেক্সি গ্যারেজে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হযরত রমজান আলী শাহ’র (রহ.) মাজারের পার্শ্বে লাগোয়া সিএনজি টেক্সির গ্যারেজ। প্রতিদিনের ন্যায় সকালে তা পরিষ্কার করতে গ্যারেজের মালিক কামাল উদ্দিনের স্ত্রী পারভীন সেখানে যান। হঠাৎ এ ঘরে অবিকল একটি হাত দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে স্বামীকে খবর দেন। খবর পেয়ে কামাল উদ্দিন এসে তা দেখে স্থানীয়দেরকে জানান। তবে হাতটি দেখতে মানুষের হাতের মতো হলেও আকারে বড় এবং আঙুল রয়েছে চারটি। মাজারের পাশে হওয়ায় ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং একেকজন একেক রকম মন্তব্য করেন। সারাদিন এ হাতটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান। খবর পেয়ে বোয়ালখালী থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে থানা পুলিশের উপস্থিতিতে এলাকার মুরুব্বি ও স্থানীয় আলেম ওলামার পরামর্শে সেটি মাজারের পাশে কবর দেয়া হয়। এলাকাবাসী এঘটনাকে অলৌকিক দাবি করলেও কৃষি কর্মকর্তারা হাতের মত দেখতে বস্তুটিকে একটি বন্য মাশরুম হিসেবে উল্লেখ করেন। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরী বলেন, মাশরুমের বহু প্রজাতি রয়েছে। পরিবেশ ভেদে একেক জায়গায় একেক রকম প্রজাতির মাশরুম জন্মায়। হতে পারে এটি এক ধরনের বন্য মাশরুম।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো.সালাহ উদ্দিন জানান, আকার মানুষের হাতের মতো হওয়ায় কৌতুহল জন্মেছে।

স্থানীয় বাসন্দা নাজিম উদ্দিন জানান, অবিকল হাতের মতো দেখতে জিনিসটির পাশে আরো দুইটি আঁকা বাঁকা বস্তু রয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তা দেখতে ভিড় জমান। পরবর্তীতে মানুষের ভিড় বাড়তে থাকায় পুলিশ এসে বিকেলে তা মাজার এলাকায় মাটিচাপা দেয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা আরএসও এবং মিয়ানমারের সামরিক বাহিনীর ‘সমঝোতা’!

মিয়ানমারের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে নিপীড়িত রোহিঙ্গা মুসলিমদের বিদ্রোহকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির অস্তিত্বের হুমকি হিসেবে ...

সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশন: সিদ্ধান্ত হয়েছিল বিগত আ.লীগ সরকারের আমলে

সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ...

সাবেক এমপি বদিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় কারাবন্দি সাবেক এমপি আব্দুর রহমান বদিকে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ...

উখিয়ায় কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

কক্সবাজারের ঐতিহ্যবাহি সামাজিক সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার ( ৬ ...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর : সাড়ে চার বছরে বাস্তবায়ন শূন্য

আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর একটি কক্সবাজারের ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর উন্নয়ন’ প্রকল্প। তবে সেটি অনুমোদন ...