প্রকাশিত: ০২/০১/২০১৭ ৭:৫৮ এএম

ফিল্মিস্টাইলে শহরের পেশকারপাড়া থেকে কলেজ ছাত্রীকে অপহরণ করার ৩ দিন পরও উদ্ধার না হওয়ায় অবশেষে ৪ দুর্বৃত্তকে আসামি করে মামলা দায়ের করেছে অপহৃতার পিতা। সূত্র জানায়, শহরের পেশকারপাড়ার বাসিন্দা ও কক্সবাজার সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী, বিজ্ঞান বিভাগের ঐ ছাত্রীকে (১৭) দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল টেকপাড়ার এহেছান (৩০)। এ ঘটনা নিয়ে মেয়ের পিতা ইতোপূর্বে একাধিক অভিযোগসহ জিডি করেন থানায়। পরবর্তীতে অভিযুক্ত এহেছানসহ বখাটেদের অত্যাচারে কলেজে যাওয়া-আসা বন্ধ করে দেয় ছাত্রীটি। গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় পাশ^বর্তী দাদার বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রীকে প্রকাশ্যে অস্ত্রের মুখে জিম্মি করে একটি সিএনজি ট্যাক্সিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তকে। ঘটনার পরপর বিষয়টি থানা পুলিশ ও র‌্যাবকে জানানো হলে রাতে ব্যাপক অভিযান চালানো হয়। অপহরণের ৩ দিনেও উদ্ধার না হওয়ায় এহেছানকে প্রধান আসামি করে মামলা করে অপহৃতার পিতা।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...