নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০/০৩/২০২৫ ১২:০৯ পিএম

অনলাইন জুয়ার আসক্তি বাড়ছে ভয়াবহ হারে।
খেলার মাঠ ছেড়ে অনেক তরুণ এখন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন। এদের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। অল্প সময়ে ধনী হওয়ার নেশায় খোয়াচ্ছেন লাখ লাখ টাকা। পরিশ্রম না করে টাকা কামানোর ফাঁদে পা দিয়ে হারাচ্ছেন সর্বস্ব।

অনেকে কৌতূহলবশতই ঢুকছেন জুয়ার ওয়েবসাইটে, হয়ে পড়ছেন এতে আসক্ত। কেউবা লোভে, আবার কেউ প্ররোচনায়। খেলার মাঠ, রাস্তার মোড়, গাছের ছায়া কিংবা নিজের ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো স্থানে বসেই চলে এ জুয়া। ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, অন্য খেলা, এমনকি আইপিএল, বিপিএল, এনসিএল নিয়েও চলছে অনলাইন জুয়া। মাঠের খেলাকে পুঁজি করে গড়ে ওঠা অনলাইন জুয়া চলছে অবাধে, পাচার হচ্ছে দেশের কোটি কোটি টাকা।

উখিয়ার প্রতিটি স্টেশন থেকে শুরু করে গ্রামাঞ্চলেও রয়েছে বিভিন্ন অনলাইন জুয়ার এজেন্ট। এজেন্টের মাধ্যমে গ্রামে গ্রামে তরুণ-যুবকদের মাঝে ছড়িয়ে গেছে অনলাইন জুয়া।কিন্তু উন্নত প্রযুক্তি না থাকায় ওই এজেন্টদের সনাক্ত করা কঠিন বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে উখিয়ার বিভিন্ন এলাকায় রয়েছে মাস্টার এজেন্ট, সাব-এজেন্ট সহ একাধিক এ্যাপ এবং ওয়েবসাইটে টাকা রিচার্জ করার ব্যবস্থা। এছাড়া বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা থেকেও সহজে জুয়ার এ্যাপগুলোতে টাকা রিচার্জ করা যায় বলেই অনলাইন জুয়ার আসক্তি বেড়েছে বলে মনে করছেন অনেকেই। এসব টাকার বেশির ভাগ অংশই চলে যায় যে দেশ থেকে অ্যাপ গুলো পরিচালিত হয় সেই দেশে। এভাবেই অত্যাধুনিক ফর্মুলায় সকলের চোখের সামনে দিয়েই প্রতিদিন লাখ লাখ টাকা চলে যাচ্ছে বিদেশে।

উখিয়ার রাজাপালংয়ের স্থানীয় বাসিন্দা সাইফুল আজম খোকন বলেন, অনলাইন জুয়ার আসক্তি বেড়েছে উখিয়ায়। এর মধ্যে ৯০ ভাগই তরুণ। আজকের তরুণ আগামীর বাংলাদেশ। এই তরুণরা যদি এভাবে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়, তাহলে দেশের তরুণ সমাজ ধ্বংসের পথে চলে যাবে। এছাড়া বাংলাদেশের অর্থনীতিও হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন তিনি।

স্থানীয়রা মনে করছেন অনলাইন জুয়াড়িদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে এলাকা থেকে প্রতিরোধ গড়ে তুললে, উখিয়া থেকে অনলাইন জুয়া কিছুটা হলেও কমবে। এছাড়া প্রশাসনকেও এবিষয়ে কঠোর হওয়ার আহবান জানান তারা।

পাঠকের মতামত

কক্সবাজারে ৭ দিনে ৫ জনের করোনা শনাক্ত, সতর্কতা মানছেন কি পর্যটকেরা

কক্সবাজারসহ সারা দেশেই বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। জেলায় গত সাত দিনে পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে ...

উখিয়ায় অপহৃত শিশু উদ্ধার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের এক দিন পর চার বছর বয়সী এক রোহিঙ্গা ...