ad

দশম বর্ষে পদার্পণে উখিয়া নিউজকে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
নবম পেরিয়ে দশম বর্ষে পদার্পণ করল জেলার পাঠক প্রিয় অনলাইন পোর্টাল উখিয়া নিউজ ডটকম।

‌দশম বর্ষে পদার্পণ উপলক্ষে উখিয়া নিউজ ডটকমকে শু‌ভেচ্ছা জা‌নি‌য়েছেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এক শু‌ভেচ্ছা বার্তায় চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ব‌লেন, আজ দশম ব‌র্ষে পা রাখ‌লো উখিয়া নিউজ ডটকম। আমি আমার পক্ষ‌ থে‌কে উখিয়া নিউজ ডটকমকে জানাই শু‌ভেচ্ছা ও অভিনন্দন।

উখিয়া নিউজ ডটকমে সাফল্য কামনা করে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বস্তু‌নিষ্ঠ ও দে‌শের স্বার্থে সংবাদ প্রকাশ ক‌রে উখিয়া নিউজ ডটকম। আগামী‌তে এই ধারা অব্যাহত থাক‌বে ব‌লে আমি আশা রা‌খি। আবারও সবাই‌কে শু‌ভেচ্ছা।

ad