প্রকাশিত: ২৩/০৯/২০১৮ ৭:৫০ এএম

চীন সরকার গত চার মাসের মধ্যে ৪ হাজারের অধিক পর্ন এবং ক্ষতিকারক সাইট বন্ধ করে দিয়েছে।গত মে থেকে শুরু হওয়া ‘ক্লিন-আপ’ অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।অনিয়মের অভিযোগে আগস্টের মধ্যে ২৩০টি সংস্থাকে নোটিশ পাঠিয়েছে বেইজিং। এছাড়া ১ লক্ষ ৪৭ হাজারের বেশি ক্ষতিকারক তথ্য ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এই ‘ক্লিন-আপ’ কর্মসূচির অংশ হিসেবে কপিরাইট ভঙ্গ ছাড়াও মূল্যবোধের ওপর আঘাত বা নগ্নতার অভিযোগে একাধিক অনলাইন উপন্যাস নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অনেক সংস্থার বিরুদ্ধে ফৌজদারি তদন্তও শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী দিনে এই অভিযান আরো গতি পাবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...