প্রকাশিত: ০৮/১০/২০১৮ ৪:২৭ পিএম

চট্টগ্রাম – চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন কলেজ বাজার এলাকায় এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২১,২০০ পিস ইয়াবাসহ বাসটির চালক ও সহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলেন- বাসের চালক মোঃ অহিদুল আলম (৪৬) ও হেলপার মোঃ মোশারফ আলী (৪২)।  জব্দ করা হয়েছে এস অালম পরিবহণের বাস।
আজ রবিবার (৭ অক্টোবর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র‌্যাব-৭
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব- ৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন,  ঢাকাগামী এসআলম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-০৫৮৩) এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা উক্ত বাসটিকে থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু বাস না থামিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা গাড়িটির পিছু নিয়ে আটক করে এবং বাসের যাত্রী ও গাড়ী তল্লাশী করতে থাকে।  এক পর্যায়ে চালক ও সহকারীর আচরন সন্দেহজনক হলে তাদেরকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত যাত্রীদের সামনে আটককৃতদের দেহ তল্লাশী করে এবং তাদের দেখানো মতে আটককৃত বাসটির ড্রাইভিং সিটের পিছনে রক্ষিত টুলবক্সের নীচে সুকৌশলে লুকানো অবস্থায় মোট ২১,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  পরে তাদের দুজনসহ উক্ত বাসটি জব্দ করা হয়।

পাঠকের মতামত

আজ পহেলা বৈশাখ

আজ রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ ...

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত রুমা,রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন। ...

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ...