প্রকাশিত: ১৬/০১/২০২০ ৯:০৯ পিএম

রফিকুল ইসলামঃ
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সরকারের নির্দেশে সেনাবাহিনী রোহিঙ্গা ক্যাম্পে কাঁটা তারের নিরাপত্তা বেষ্টনি স্হাপনের কাজ করছে। ঘেরা স্হাপনা কাজে সেনাবাহিনী কোন এনজিওর সঙ্গে কোন ধরণের সম্পর্কে জড়াবে না।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন সেনাপ্রধান। উখিয়া সেনা কো অর্ডিনেশন সেলে বৃহস্পতিবার দুপুরে এ মতবিনিময় সভায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার কাঁটাতারের বেড়া নির্মাণে অর্থ সংশ্লিষ্ট জটিলতা নিরসনে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব দেন।

প্রত্যেুত্তরে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী কোন এনজিওর সাথে কোন ধরনের সম্পর্কে জড়াবে না। সরকারের নির্দেশে সেনাবাহিনী কাটাতারের বেড়া নির্মাণ করবে, এ ব্যাপারে কোন ধরনের অজুহাত মানা হবেনা বলে সেনাপ্রধান বলেন বলে জানা গেছে। এ সময় কাঁটা তারের ঘেরা নির্মাণের সময় স্হানীয় লোকজনের স্বার্থকে অগ্রাধিকার গুরুত্ব বিবেচনায় আনার তাগিদ দেন তিনি।

উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, রোহিঙ্গা আগমনে সৃষ্ট সমস্যা সমাধানে স্থানীয়দের জন্য বরাদ্দ টাকার কোন হিসাব নেই। সেনাপ্রধান বলেন এব্যাপারে সেনাবাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই, তবে কখনো সুযোগ হলে মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়টি জানানো হবে।

পালংখালী ইউপি চেয়ারম্যান এম এ গফুর চৌধুরী বলেন পালংখালী ইউনিয়ন পরিষদ ভবনে একটি সেনা ক্যাম্প রয়েছে। উক্ত সেনা সদস্যদের ভালভাবে থাকার ব্যবস্হা করণ এবং পালংখালী ইউনিয়নের স্হানীয় লোকজনের নিরাপত্তার জন্য একটি অস্থায়ী সেনাক্যাম্প স্থাপনের দাবি জানান। উত্তরে সেনাপ্রধান বলেন স্থানীয় ভাবে জিওসি এ সমস্যার সমাধান করবেন।

উখিয়ার সেনা কো অর্ডিনেশন সেলে রোহিঙ্গা ক্যাম্প কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পর্কিত ব্যাপারে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। এসময় তিনি সরকারের আদেশে সেনাবাহিনীর চলমান কাঁটাতারের বেড়া নির্মাণ প্রকল্প কাজকে দ্রুত সফল করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে কুতুপালং বাজার সংলগ্ন পশ্চিম পাড়ার বিলে নির্মিত অস্হায়ী হেলিপ্যাডে আগমন করেন। এ সময় রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ মইন উল্লাহ সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান। এ সময় ইউএনও উখিয়া মাননীয় সেনাবাহিনী প্রধানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে কাঁটা তারের ঘেরা নির্মাণ কাজ পরিদর্শন করেন সেনা প্রধান। দুপুর দেড়টার দিকে তিনি হেলিকপ্টার যোগে কক্সবাজার ফিরে যান।

সেনা কো অর্ডিনেশন সেলের মতবিনিময় সভায় সেনাসদর হতে আগত বিভিন্ন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাগন, কক্সবাজার বিজিবি সেক্টর কমান্ডার মনজুরুল হাসান খান,শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার,কক্সবাজার- ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আল আজাদ, কক্সবাজারের এডিসি (মানব সম্পদ) এস এম সরোয়ার কামাল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সহকারী বন সংরক্ষক সোহেল রানা,পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

আজ পহেলা বৈশাখ

আজ রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ ...

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত রুমা,রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন। ...

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ...