প্রকাশিত: ১৫/০৫/২০১৮ ৪:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৬ এএম

বিদেশ ডেস্ক : মঙ্গলবার ৭০ তম নাকবা দিবস পালন করছে ফিলিস্তিন। আর এর একদিন আগেই গাজা সীমান্তে বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলিদের হামলায় নিহত হয়েছে ৫৯ ফিলিস্তিনি ও আহত হয়েছে প্রায় আড়াই হাজার। নিহতদের মাঝে রয়েছেন ফাদি আবু সালেহ নামের এক প্রতিবন্ধী যুবকও। মৃত্যুর আগ মুহূর্তে যার অধম্য সাহসী ছবি এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে পড়েছে।

২০০৮ সালে ইসরাইলী বিমান হামলার শিকার হয়ে পা হারায়ে ফেললেও তিনি দমে যাননি। এর পরেও লড়ে গেছেন মৃত্যু পর্যন্ত।

১৪ মে জেরুজালেমে ইসরাইলী মার্কিন দুতাবাস চালুর প্রতিবাদে তিনি আবারো যেনো জাগিয়ে দিলেন বিশ্বকে। পংগু হয়েও হুইল চেয়ারে বসে পাথর যুদ্ধে নেমে পড়েন দখলদার ইয়াহুদিদের বিরুদ্ধে।

সোমবার ইসরাইলি স্নাইপারদের গুলিতে তিনি শাহাদাতে অমীয় সুধা পান করেন। আর জাগিয়ে গেলেন বিশ্বকে।

সূত্র: প্যালেস্টাইন ক্রনিক্যাল

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...