প্রকাশিত: ২৫/০৯/২০১৬ ৪:৪৯ পিএম , আপডেট: ২৫/০৯/২০১৬ ৪:৫০ পিএম

tanim-thereport24ডেস্ক রিপোর্ট ::

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুতেই দলীয় ১ রানে বিদায় নিয়েছেন ওপেনার সৌম্য সরকার। তবে সৌমের বিদায়ের প্রথম ধাক্কাটা বেশ ভালোভাবেই কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। তামিমের হাফসেঞ্চুরিতে শতক পেরিয়েছে বাংলাদেশ। এর আগে ১৯তম ওভারে দলীয় ৮২ রানের সময় মোহাম্মদ নবীর ঘুর্ণি বলে তামিমকে রেখে ৩৭ রানে সাজঘরে ফিরে গেছেন অনডাউনে নামা ইমরুল। তামিমের সাথে এখন যোগ দিয়েছেনমাহমুদউল্লাহ রিয়াদ।
২৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১১ রান। তামিম ৬৪ ও রিয়াদ ৪ রানে অপরাজিত রয়েছেন।
রবিবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ব্যাটিং করতে নেমেই প্রথম ওভারে ব্যক্তিগত শূন্য রানে ফিরে গেছেন তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নামা সৌম্য সরকার। প্রথম ওভারের পঞ্চম বলে আর নিজের তৃতীয় বলে আফগান বোলার দৌলতের বলে উঠিয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
প্রায় দশ মাস পর টাইগাররা ওয়ানডে খেলতে মাঠে নামে বাংলাদেশ।

পাঠকের মতামত