প্রকাশিত: ১৫/০৫/২০১৮ ১০:২০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৭ এএম

ডেস্ক রিপোর্ট ::
মাদক ব্যবসায়ী বিশেষ করে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণার একদিনের মাথায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এদের মধ্যে ঢাকার শনির আখড়ার চিটাগাং রোডে ও অপরটি কুষ্টিয়ার সদর উপজেলায় ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাব বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। বন্দুকযুদ্ধের সময় সন্ত্রাসীদের গুলিতে তিনজন র‌্যাব সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় আজ মঙ্গলবার ভোর ৫টায় র‌্যাবের চেকপোস্টে ইয়াবা বহনকারী ট্রাক থেকে গুলি বর্ষণকালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময়
এক ইয়াবা ব্যবসায়ী নিহত হন। এদিকে, কুষ্টিয়া সদরের চর মিলপাড়ায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ভোর সোয় ৫টার পর ইয়াবা ব্যবসায়ী হামিদুল ইসলাম নিহত হন।
অপরদিকে, ঢাকা, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে ৬টি চোরাই গাড়িসহ ইয়াবা পরিবহনে ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

পাঠকের মতামত