প্রকাশিত: ১৪/১১/২০১৮ ৯:১৪ এএম , আপডেট: ১৪/১১/২০১৮ ৯:৩৬ এএম

ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৮৮ হাজার ৫০০ শিশুর শিক্ষা সহায়তা হিসেবে এক কোটি ২০ লাখ ডলার সহায়তা দিচ্ছে ‘এডুকেশন ক্যানট ওয়েইট’।
মানসম্পন্ন শিক্ষার সুযোগ অব্যাহত রাখতে ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনএইচসিআরকে এ তহিবল দেওয়া হচ্ছে।

ইউএনএইচসিআরের আঞ্চলিক প্রতিনিধি জেমস লিঞ্চ বলেন, ‘শিক্ষা একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। রোহিঙ্গা শরণার্থী সংকটের মধ্যে শিক্ষা আরও বড় ভূমিকা রাখছে।’

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার বলেন, ‘গত বছর শরণার্থী শিবিরের শিশুদের পড়াশোনায় অনেক আগ্রহ দেখেছি। শিশুরা অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।’

ইউনেস্কোর প্রতিনিধি বিয়াট্রিস কালদুন বলেন, ‘ইসিডব্লিউর সহায়তা শিক্ষার মান বাড়াতে সাহায্য করবে। উন্নত পাঠ্যসূচি ও শিক্ষা উপকরণসহ আমরা আরও অনেক শিক্ষককে প্রশিক্ষণ দেবো।’

ইসিডব্লিউর পরিচালক ইয়াসমিন শেরিফ বলেন, ‘২০১৭ সালের শুরুর দিকে এডুকেশন ক্যাননট ওয়েইট জরুরিভিত্তিতে প্রথম যে বিনিয়োগ করেছিল তারই ধারাবাহিকতায় এ তহবিল দিচ্ছে।’

পাঠকের মতামত