প্রকাশিত: ২০/১০/২০১৭ ৯:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা শিশুদের বাংলা বই পড়ানো যাবে না। এনজিও পরিচালিত কোন স্কুল পড়ালে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে শিক্ষামন্ত্রণালয়। গত সপ্তাহে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে এনজিও পরিচালিত স্কুলগুলোতে। এছাড়াও কোন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে রোহিঙ্গা শিক্ষার্থী ভর্তি হতে না পারে ব্যাপারেও সতর্ক শিক্ষামন্ত্রণালয়।

সেনা অভিযানের মুখে জীবন বাঁচাতে ২৫ আগষ্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা। যার মধ্যে শিক্ষার্থী লক্ষাধিক।

এসব শিক্ষার্থীরা কুতুপালং ও বালুখালি ক্যাম্পে এনজিও পরিচালিত ৩০টির মতো স্কুলে পড়াশোনা করছে।

সম্প্রতি শিক্ষামন্ত্রণালয়ের একটি পর্যবেক্ষক দল এসব স্কুল পরিদর্শনে যায়। নজরে আসে বাংলা পড়ানোর বিষয়টি। যাকে বেআইনি উল্লেখ করে প্রতিবেদন দেন পর্যবেক্ষকরা।

এনজিও পরিচালিত স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

দেশের কোন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে রোহিঙ্গা শিক্ষার্থী ভর্তি হতে না পারে সে বিষয়েও নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

কক্সবাজার-টেকনাফের স্কুল-কলেজে স্বাভাবিক কার্যক্রম যাতে বাধাগ্রস্থ না হয় সে বিষয়েও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

পাঠকের মতামত

নিরাপত্তারক্ষীর কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন বিসিএস ক্যাডার

গল্প-আড্ডায় বিশ্ববিদ্যালয়জীবনটা উপভোগের সুযোগ আবদুল মোত্তালিবের হয়নি। দুপুর গড়ালেই তাঁকে ছুটতে হতো কাজে। অসচ্ছলতার কারণে ...