প্রকাশিত: ১৮/০৯/২০১৯ ৭:৫৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
ইয়াবা বহনের সময় কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১৫।বুধবার বেলা ৩টার দিকে উপজেলার গয়ালমারা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইয়াছীন ও বান্দরবান সদর থানার বনরোপা পাড়ার নূরুল আলম।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শাহ আলম জানান, ইয়াবা কেনা-বেচার গোপন সংবাদে র‍্যাব-১৫ এর একটি টিম উখিয়া গয়ালমারা এলাকায় অভিযান চালায়। সেখানে দুইজন ব্যক্তিকে সন্দেহজনক মনে হওয়ায় তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে তাদের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ৯ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।

র‍্যাব কর্মকর্তা শাহ আলম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আটক ব্যক্তি এবং উদ্ধার ইয়াবাগুলোকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ডাক্তার নার্সদের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

কক্সবাজারের বেসরকারি ইউনিয়ন হাসপাতালে ডাক্তার ও নার্সদের ভুল চিকিৎসায় মারা গেলো মহেশখালীর আফসানা হোসেন শীলা ...

টেকনাফ সীমান্তে সর্ববৃহৎ মাদকের চালান লুটপাট শীর্ষক সংবাদে একাংশের ব্যাখ্যা ও প্রতিবাদ

গত ১৯ এপ্রিল টেকনাফ সীমান্তের জনপ্রিয় অনলাইন টেকনাফ টুডে এবং গত ২১এপ্রিল টিটিএন সংবাদমাধ্যমসহ বিভিন্ন ...