প্রকাশিত: ২৯/০৫/২০২০ ৯:০১ এএম

নীতিশ বড়ুয়া :
রামুর ৫০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের খাদ্য সামগ্রী দিয়ে সেবা করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। বৃহষ্পতিবার (২৮ মে) কক্সবাজার-৩ আসনের সাংসদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল বিভিন্ন খাদ্য সামগ্রীসহ কয়েকজন করোনাযোদ্ধা সহকর্মীদের নিয়ে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেডিকেটেড আইসোলেশন সেন্টারে হাজির হন। সেখানে কর্মরত কর্মকর্তাদের হাতে এসব খাদ্য সামগ্রী প্রদান করেন। আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্সদের সাথে কুশল বিনিময় করেন এবং হ্যান্ড মাইকের মাধ্যমে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীদের খবরা খবর নেন। এসময় চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীরা এমপি কমলকে আইসোলেশন সেন্টারে টেলিভিশন, ফ্রিজ ও ওয়াইফাই সংযোগ দেয়ার আবেদন করলে সাইমুম সরওয়ার কমল এমপি শীঘ্রই ব্যবস্থা করার আশ্বাস দেন।
জানা গেছে দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। এমপি কমল ঘোষনা দিয়ে ছিলেন মানুষের সেবা করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তাঁর কোন দুঃখ থাকবে না। যেমন কথা তেমন কাজ এমপি কমল মানুষের সেবা করেই যাচ্ছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে বাথরুমে ফেলে যাওয়া সেই নবজাতকের ঠাঁই হল নার্স মিনারার কোলে

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে উদ্ধার হওয়া ২ দিনের ফুটফুটে নবজাতককে দত্তক নিলেন ...

ঈদগাঁওতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ইউপি নির্বাচনে কারসাজি ও দুর্বৃত্তায়ন সহ্য করা হবেনা

আতিকুর রহমান মানিক, কক্সবাজার কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, দীর্ঘ আট বছর পর ...