প্রকাশিত: ২৩/০৯/২০১৮ ৯:৪৮ পিএম

মহেশখালী প্রতিনিধি –  কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলির পর অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে; সেখানে একটি অস্ত্র তৈরির কারখানারও সন্ধান পেয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যায় বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলীতে এ অভিযান চালানো হয় বলে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।

আটক মোহম্মদ ইসহাক পাহাড়তলী এলাকার বাসিন্দা।

ওসি প্রদীপ বলেন, বড় মহেশখালীর পাহাড়ি এলাকায় একটি অপরাধী চক্র অস্ত্র মজুদ করেছে খবরে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুড়তে থাকে।

“পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে বেশ কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়।”

ওসি বলেন, পরে পুলিশ আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে একটি অস্ত্রের কারখানার সন্ধান পায়। সেখান থেকে ১০টি দেশে তৈরি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি প্রদীপ।

পাঠকের মতামত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...