প্রকাশিত: ২৬/০৯/২০১৮ ৭:৫৭ এএম

শহীদুল্লাহ কায়সার::
রাজনৈতিক সংগঠনের পদবী কিংবা নির্বাচনে দলীয় মনোনয়ন। গুরুত্বপূর্ণ দুইটি ক্ষেত্রেই জেলাব্যাপী চলছে পারিবারিক বলয়ের কর্তৃত্ব। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে এই প্রভাব পরিলক্ষিত হচ্ছে। এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৪টি আসনে সংগঠনটির মনোনয়ন চাইবেন এক ডজনের অধিক ব্যক্তি। যাদের সবাই হয় একই বংশে জ্ঞাত; নায় হয় বৈবাহিক সূত্রে পারিবারিক বন্ধনে আবদ্ধ। সবার রয়েছে জেলা এবং উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদবী। অনেকে আবার জনপ্রতিনিধি। কিন্তু তাতে তাঁরা মোটেও সন্তুষ্ট নন। চাই আরো গুরুত্বপূর্ণ পদ। তাই জাতীয় সংসদের সদস্য হওয়ার আকাঙ্খা পেয়ে বসেছে তাঁদের। অনেকে দীর্ঘদিন ধরে প্রচারপত্রও চালাচ্ছেন। এক্ষেত্রেও রাজনৈতিক আদর্শের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন পরিবারকে। যোগ্যতার চেয়ে পারিবারিক প্রভাব তাদের মনোনয়নে সহায়ক ভূমিকা রাখবে। এই বিশ্বাসের উপর ভর করেই এমন অভিনব প্রচারনায় আশ্রয় নিচ্ছেন তাঁরা। খোঁজ নিয়ে জানা গেছে, একদাশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর-রামু আসনে আওয়ামীলীগের মনোনয়ন চাইবেন প্রয়াত আওয়ামীলীগের নেতা, সাবেক রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরীর তিন সন্তান মেঝ ছেলে বর্তমান সংসদ-সদস্য সাইমুম সরওয়ার কমল, জ্যৈষ্ঠ পুত্র রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল এবং কন্যা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরি। একই আসনে মনোনয়ন চাইবেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি এ.কে.এম মোজাম্মেল হকের দুই পুত্র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক রাশেদ এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল। এই আসনে মনোনয়ন চাইবেন সাবেক গর্ভনর, সাবেক এম.এল.এ অ্যাডভোকেট জহিরুল ইসলামের মেঝ ছেলে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য রাশেদুল ইসলাম এবং বড় ভাইয়ের ছেলে কক্সবাজার পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম। অ্যাডভোকেট জহিরুল ইসলামের অন্য ভাইপো আশরাফুল ইসলাম সজিব মনোনয়ন চাইবেন চকরিয়া-পেকুয়া আসনে। উখিয়া-টেকনাফ আসনের বর্তমান সংসদ-সদস্য আবদুর রহমান বদি, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হামিদুল হক চৌধুরী এবং উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীরর একই পরিবারভূক্ত। হামিদুল হক চৌধুরী এবং জাহাঙ্গীর কবির চৌধুরী সম্পর্কে চাচা ভাইপো। আবদুর রহমান বদি জাহাঙ্গীর চৌধুরীর ভগ্নিপতি এবং হামিদুল হক চৌধুরীর ভাইজি মেয়ে জামাই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লিখিত তিন নেতাই চাইবেন আওয়ামীলীগের মনোনয়ন। মহেশখালী-কুতুবদিয়া আসনের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এবং বি.এন.পি দলীয় সাবেক সংসদ-সদস্য আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ সম্পর্কে চাচা-ভাতিজা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই জনই নিজ নিজ রাজনৈতিক সংগঠনের মনোনয়ন চাইবেন। উল্লেখ্য উখিয়া-টেকনাফ আসনের বর্তমান সংসদ-সদস্য আবদুর রহমান বদি এবং আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ সম্পর্কে ভায়রা। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সি.আই.পি এবং জেলা পরিষদ সদস্য, জেলা আওয়ামীলীগ নেতা কমর উদ্দিন প্রকাশ লয়ন কমর উদ্দিন আপন ভাই। উল্লিখিত দুই ভাইয়ের মধ্যে তিনবার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে জয়লাভ করতে পারেননি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে দলীয় মনোনয়ন চাইতে পারেন এই দুই ভাই। সুত্র: আজকের দেশে বিদেশ

পাঠকের মতামত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...