প্রকাশিত: ২৭/০৫/২০১৮ ২:০৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৫ এএম

স্পোর্টস ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো ২০১৮ রাশিয়া বিশ্বকাপের থিম সং। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করে ফিফা। অন্যান্যবার একটু আগেভাগে থিম সং প্রকাশিত হলেও এবার কিছুটা দেরিই হয়ে গেছে।

এবারের থিম সংটির নাম ‘লাইভ ইট আপ’ (Live It Up)। গানটি গেয়েছেন নিকি জ্যাম এবং ইরা ইস্ত্রেফি আর এতে ফিট দিয়েছেন উইল স্মিথ। ২০১০ এবং ২০১৪ সালের পর এবারও বিশ্বকাপের থিম সং-র প্রযোজনা করছেন সেই মার্কিন ডিজে ডিপলো।

১৫ জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে মাঠ মাতাবেন স্মিথ-ইরা-নিকি। বিশ্বকাপের আনুষ্ঠানিক মিউজিক ভিডিও ৭জুন প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।

এখন দেখা যাক, আগামী দুই মাস ‘Live It Up’ কতটা জাগিয়ে তুলতে পারে ফুটবল বিশ্বকে।

এখন দেখা যাক, আগামী দুই মাস ‘Live It Up’ কতটা জাগিয়ে তুলতে পারে ফুটবল বিশ্বকে।

 

পাঠকের মতামত