প্রকাশিত: ১৫/০৫/২০২২ ৯:৩৯ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল নোট তৈরির সরঞ্জামসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

শনিবার (১৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

আটক মো. আবু তাহের (৬৫) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২/ইস্ট, ব্লক-ই/৮ এর মৃত লাল মিয়ার ছেলে।

এসপি নাইমুল জানান, গোপন সংবাদে শনিবার বিকেল সাড়ে ৫ টায় কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জামসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তার বসতঘর তল্লাশি করে ৭৬ বান্ডেল জাল টাকা তৈরির কাগজ ও এক কৌটা জাল টাকা তৈরির রং উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলে জানান ১৪ এপিবিএনের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...