প্রকাশিত: ১৩/০৯/২০২০ ৯:৪৮ পিএম

ইমাম খাইর
ক্যাম্পে মারামারি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সেলিম (৩০) নামের রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৪ লেদা ব্লক-ডি ৪৮ থেকে কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১৬ সদস্যরা তাকে আটক করে।

সে ওই ক্যাম্পের মোঃ দীন মোহাম্মদের ছেলে।

রবিবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ান-১৬ (এপিবিএন) এর কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম।

তিনি জানান, সেলিমের বিরুদ্ধে স্থানীয় রোহিঙ্গা শরণার্থী ও মাঝিরা শরণার্থী অনেক দিন ধরে অভিযোগ করে আসছিল। বিশেষ করে ক্যাম্প-২৪ লেদা এলাকায় প্রায়ই ঝগড়া বিবাদ ও মারামারি করে শান্তিপূর্ণ পরিবেশ ও আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। যা জিজ্ঞাসাবাদে সেলিম নিজেই স্বীকার করেছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম।

পাঠকের মতামত