প্রকাশিত: ১২/০৭/২০১৮ ৭:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক- কক্সবাজার শহরের ঝিলংজা বিজিবি ক্যাম্প এলাকায় সাহাব উদ্দিন (১৩) নামের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে হত্যা করা হয়েছে। ঘাতককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোর্পদ করেছে ক্ষুদ্ধ জনতা।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এঘটনা ঘটে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত সাহাব উদ্দিন ঝিলংজা পশ্চিম চৌধুরী পাড়া,সাব মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন এলাকার ফয়জুল হুদা ছেলে ও লারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।

বুধবার বিকাল সাড়ে ৪টায় লারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় যথারীতি ছুঠি হয়। স্কুল থেকে ফেরার সময়
একই স্কুলের ছাত্র সোহাগ, মনি, বাবুলীকে বালি নিক্ষেপ করে সাহাব উদ্দিন। ঘটনাটি দুর থেকে দেখেন দক্ষিন সাহিত্যিকা পল্লী বিজিবি ক্যাম্প এলাকার (বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিসের দক্ষিনে বাড়ি) মাসুদের ছেলে মো. শফি ।

ওই সময় মো. শফি স্কুল ছাত্র সাহাবউদ্দিনকে ধাওয়া করে। এতে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশু সাহাব উদ্দিনকে বিকাল ৫টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে মো. শফিকে ক্ষুদ্ধ জনতা আটক করে গনপিটুনি দেয়ার পর সদর থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়।

ঘাতক মো. শফি শহরের আইবিপি মাঠে শ্রমিকের কাজ করতো। শিশু সাহাব উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মো. মাইন উদ্দিন জানান, শিশু সাহাব উদ্দিনের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার ব্যাপারে নিহতের বড় ভাই মো, ইসমাইল বাদী হয়ে ঘাতক মো. শফির বিরুদ্ধে হত্যা মামলার এজাহার দায়ের করেছেন।

পাঠকের মতামত