প্রকাশিত: ১৩/১০/২০২১ ৩:১৩ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি
যত্রতত্র পার্কিং সহ সড়কে সৃংখলা ফিরিয়ে আনতে অভিযানে নেমেছে প্রশাসন। তারই অংশ হিসাবে বুধবার বিকালে অবৈধ পার্কিং ও দূরপাল্লার বাসে রুট পার্মিট দেখাতে ব্যার্থ হওয়ায় ৫ টি মামলা করে ভ্রাম্যমানআদালত এতে ৩৮৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এবং ভবিষ্যতে অবৈধ পার্কিং আর বাসে প্রয়োজনীয় কাগজ পত্র না থাকলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার বিআরটিএর ইন্সপেক্টর আরিফুল ইসলাম। এছাড়া জেলা প্রশাসকের কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত