প্রকাশিত: ২২/০৯/২০১৮ ৭:২৬ এএম

নিজস্ব প্রতিবেদক ::
উখিয়ার বালুখালী শরনার্থী ক্যাম্প থেকে অপহৃত সেই রোহিঙ্গা বৃদ্ধ হামিদুল হককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে হোয়াইক্যং উলুবনিয়া গ্রামের জনৈক কালুর বসতবাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়। অপরনহারী ফায়সালকে এসময় আটক করা হয়। উখিয়া থানার একদল পুলিশ অভিযানে অংশ নেয়।
এর আগে ১৯ সেপ্টেম্বর (বুধবার) সকালে বালুখালী থেকে অপহৃত হন হামিদুল হক (৬০)। অপহৃত হামিদুল হক বালুখালী বি-১ ক্যাম্পের জি- ৬ ব্লকের বাসিন্দা ও মৃত আলী আহমদের ছেলে।
অপহৃতের প্রতিবেশীরা জানান, বুধবার সকাল ১০ টায় বাছের নামক রোহিঙ্গা যুবক হামিদুল হককে ফোন করে ডেকে নেয়। এরপর তাকে কক্সবাজার-টেকনাফ সড়কে এনে অাপেক্ষমান সিএনজি বেবী টেক্সীতে তুলে ও অজ্ঞাত স্হানে নিয়ে যায়। অপহরনকারী বাছেরের সাথে জনৈক মনছুর ও আরো অজ্ঞাত ৩ / ৪ জন রোহিঙ্গা যুবক ছিল বলে জানা গেছে। অপহরনকারীদের দলনেতা বাছের বালুখালী-১ ক্যাম্পের সি-১২ ব্লকের বাসিন্দা ও শাহ আলমের ছেলে।
অপহৃত হামিদুল হকের পারিবারিক সূত্র জানায়, অপহরনের পর ফোন করে ৯ লাখ টাকা মুক্তিপন দাবী করে সন্ত্রাসীরা। এরপর উখিয়া থানার পুলিশদল উক্ত অভিযান পরিচালনা করে। অপহরনকারীদের দলনেতা বাছের ও মনছুর পুলিশের উপস্হিতি টের পেয়ে পালিয়ে যায়।
ভিকটিমসহ হাতেনাতে আটক ফায়সাল ও পলাতক বাছের এবং মনছুরকে আসামী করে উখিয়া থানায় অপহরন মামলা করা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বিভিন্ন অপরাধকর্মে জড়িয়ে পড়ছে। চুরি-ডাকাতি, বন উজাড় ও অপহরনসহ এদের দ্বারা বিভিন্ন অপরাধ সংঘঠিত হচ্ছে।

পাঠকের মতামত