প্রকাশিত: ১৬/১০/২০১৮ ৩:৩৩ পিএম

নিউজ ডেস্ক::
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ইয়াবার লায়লা খ্যাত লায়লা বেগম (৩২)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূব সাতঘড়িয়া পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এসময় লায়লার কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা বিক্রির ২৯ লাখ ৫০ হাজার টাকা ও ১২ হাজার পিস ইয়াবা।

লায়লা ওই এলাকার নূরুল আলমের স্ত্রী।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, লায়লা একজন শীর্ষ ইয়াবার ডিলার। টেকনাফে নারী ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে লায়লা বেগম অন্যতম। ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন লায়লা বেগম ওরফে ইয়াবার লায়লা ও তার স্বামী নূরুল আলম।

ওসি জানান, ইয়াবার লায়লাকে ধরতে অনেকবার অভিযান চালানো হয়। তবে বিভিন্ন সময় বেশ পরিবর্তন করে সে পালিয়ে যায়। মঙ্গলবার ভোরে ইয়াবার লায়লার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় লায়লার স্বামী নূরুল আলমকে বাড়িতে পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশ টেকনাফ থানায় মামলা করেছে।

পাঠকের মতামত

দৈনিক আজাদী’র কক্সবাজার জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন আজিজ রাসেল

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী এম.এ ...