প্রকাশিত: ২৮/১২/২০১৭ ৮:০০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫৪ এএম

ফেসবুকের জনক বিলিওনেয়ার মার্ক জুকারবার্গ। বিশ্ব জুড়ে এখন ফেসবুকের সাম্রাজ্য। জুকারবার্গ প্রতিদিন নতুন নতুন ফিচার আনছেন ফেসবুকে, আর তাতেই মজে যাচ্ছে ওয়েব দুনিয়া। তাই এই ফেসবুকের কর্তা জুকারবার্গকে নিয়ে কৌতুহলের শেষ নেই। কিভাবে এত কম বয়সে বিলিয়নেয়ারের তালিকায় নাম তুললেন, সে গল্প অজানা নয়। এবার সামনে এল আরও একটা নতুন তথ্য। কতক্ষণ অফিসে কাজ করেন তিনি?

যার এত বড় কাজের পরিধি তিনি নিশ্চয় অনেকটা সময় কাটান অফিসে! কিন্তু, না। আর পাঁচটা সাধারণ কর্মীর মতই অফিসে সময় দেন তিনি। সপ্তাহে ৫০ থেকে ৬০ ঘণ্টা থাকেন অফিসে।

তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন,  এটুকু সময় হিসেব করলেই হবে না। সারাজীবনটা তিনি নিজের কাজের জন্য উৎসর্গ করেছেন। জুকারবার্গ  জানিয়েছেন তিনি বেশির ভাগ সময়ই কিভাবে মানুষকে সংযুক্ত করা যায় সেটা ভেবে কাটন।

পাঠকের মতামত

তেল ছাড়ায় চলবে বাজাজ বাইক!

শীঘ্রই প্রথম সিএনজি মোটরসাইকেল চালু করার প্রস্তুতি নিচ্ছে বাজাজ। বাইকটি বাজারে আসলে তেল খরচ নিয়ে ...

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...