প্রকাশিত: ৩১/০৮/২০১৬ ৭:৩৬ এএম

operaঅপেরা ব্রাউজারের সার্ভারে সাইবার হামলা চালিয়ে ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়েছে অপরাধীরা। এ বিষয়ে ব্যবহারকারীদের সতর্কও করেছে নরওয়েভিত্তিক ব্রাউজার প্রতিষ্ঠানটি। এ বিষয়ে অপেরা কর্তৃপক্ষ জানিয়েছে, গেল সপ্তাহে ব্রাউজারের সিংক সার্ভারে এ হামলা চালানো হয়। সাইবার হামলা শুরুর পরপরই তা বন্ধ করা সম্ভব হয়েছে। এর পরও কিছু সিংক সেবা ব্যবহারকারীর পাসওয়ার্ড বা বিভিন্ন তথ্য চুরির আশঙ্কা রয়েছে।

প্রায় ২০ বছর আগে বাজারে আসা ব্রাউজারটি ফায়ারফক্স বা গুগল ক্রোমের সঙ্গে প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে। গত ফেব্রুয়ারিতে অপেরা ব্রাউজার কিনতে চীনের তিনটি প্রতিষ্ঠান জোটগতভাবে ১২০ কোটি মার্কিন ডলার প্রস্তাব করে।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

পাঠকের মতামত

তেল ছাড়ায় চলবে বাজাজ বাইক!

শীঘ্রই প্রথম সিএনজি মোটরসাইকেল চালু করার প্রস্তুতি নিচ্ছে বাজাজ। বাইকটি বাজারে আসলে তেল খরচ নিয়ে ...

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...