প্রকাশিত: ২২/০৪/২০১৯ ৮:৩৩ পিএম

চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এসময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা আতা এলাহী (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে চকরিয়ার মালুমঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আতা এলাহী মালুমঘাট চা-বাগান পুর্বপাড়ার মোক্তার আলমের ছেলে বলে জানা গেছে। তিনি রোহিঙ্গা শিবিরে কর্মরত একটি এনজিও সংস্থায় কাজ করতেন বলে জানিয়েছে পরিবার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে কক্সবাজার থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে একটি ট্রাক ছিটকে পাশের খাদে পড়ে যায়। ওই ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী আতা এলাহী। ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। তাদের আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...