প্রকাশিত: ২৭/০৯/২০১৯ ১২:১৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
রোহিঙ্গা ক্যাম্পে সিম যাচাইয়ে যাচ্ছে বিটিআরসি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকাগুলোয় চালু থাকা মোবাইল সিম যাচাই-বাছাইয়ে যাচ্ছে বাংলাদেশ টেলিযোযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ ক্ষেত্রে কয়েকটি বিকল্পের মধ্যে উখিয়া ও টেকনাফের ক্যাম্প এলাকায় গ্রাহকদেকে এসএমএস করে তাদের নিবন্ধিত সিমের শেষ চারটি ডিজিট জানতে চাওয়া হবে। গ্রাহক যদি ফিরতি এসএমএসে সঠিকভাবে শেষ চার ডিজিট জানাতে পারেন, তাহলে তার সিম চালু থাকবে।

যারা শেষ চার ডিজিট জানাতে পারবে না তাদেরকে ঐ অপারেটরের অফিসে গিয়ে নতুন করে নিবন্ধন করতে হবে অথবা সিম স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এর আগে সেপ্টেম্বরের প্রথম দিন থেকে কমিশন কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে টেলিযোগাযোগ সেবা বন্ধ করতে মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশনা দেয়।

Loading…
পরে ঐ সব এলাকায় নতুন সিম বিক্রি বন্ধ করাসহ একই সঙ্গে ঐ এলাকায় থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করতেও নির্দেশনা দেওয়া হয়। পরে সম্প্র্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাসহ বিটিআরসির একটি দল কক্সবাজার ঘুরে আসে। গোয়েন্দা সংস্থার কাছ থেকেও প্রতিবেদন নেয় কমিশন। এই সবগুলো প্রতিবেদনের তথ্য অনুযায়ী সেখানে নতুন সিম বিক্রি একেবারে বন্ধ রয়েছে। ফলে এখন চালু থাকা সিম যাচাই-বাছাইয়ের কাজে মনোযোগ দেবে বিটিআরসি।

উখিয়া ও টেকনাফ এলাকায় ৩২টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। ২০১৭ সালের আগস্ট থেকে দেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা এসেছে। বর্তমানে তাদের অধিকাংশের হাতেই মোবাইল ফোন রয়েছে। তাছাড়া মিয়ানমারের মধ্যেও বাংলাদেশি মোবাইল অপারেটরের সিম ব্যবহার হচ্ছে। এ কারণে বিটিআরসি অপারেটরদের সীমান্তের কাছাকাছি মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক সীমিত করারও নির্দেশ দেয়। এ নির্দেশনা ভালোভাবেই কার্যকর হয়েছে বলে বিটিআরসির প্রতিনিধিদলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রী সন্তান রেখে স্কুল শিক্ষিকাকে নিয়ে পালালেন শ্রমিকদল নেতা

মানিকগঞ্জের শিবালয় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এস.এম. রাজু হোসেনকে ঘিরে নারী কেলেঙ্কারির অভিযোগে এলাকায় তোলপাড় ...

হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাদমান জামী চৌধুরী

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ...

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি বিওপির মাদকবিরোধী অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ...

উখিয়ায় এইচএসসি ফল বিপর্যয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা

উখিয়ার দুটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষার্থীদের পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ...

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত উখিয়ার সন্তান নুরুল আবছার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান নুরুল আবছার ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ...