প্রকাশিত: ২২/০২/২০২১ ১:৩২ পিএম
মিয়ানমারে রাস্তায় অভ্যুত্থানবিরোধীদের বিক্ষোভ (ছবি: ইন্টারনেট)

মিয়ানমারে রাস্তায় অভ্যুত্থানবিরোধীদের বিক্ষোভ (ছবি: ইন্টারনেট)
মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত, অং সান সু চিসহ রাজনীতিকদের আটকের প্রতিবাদ ও জান্তা সরকারের হুমকির বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছেন অভ্যুত্থানবিরোধীরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থ‌া বিবিসি ও রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

বিবিসি জানায়, মিয়ানমারের জান্তা সরকারের হুমকির বিরুদ্ধে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। রাস্তায় নামলে বিক্ষোভকারীদের জীবনের হুমকি রয়েছে, এমনটি প্রচার হচ্ছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে।

রয়টার্স জানায়, দেশটির রাষ্ট্রীয় গণমাধ‌্যম সোমবারের (২২ ফেব্রুয়ারি) কর্মসূচি নিয়ে বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছে, বিক্ষোভকারীরা এখন জনগণকে বিশেষ করে আবেগপ্রবণ কিশোর-যুবকদের উসকে দিয়ে সংঘাতের পথে নিয়ে যাচ্ছে, যেখানে প্রাণহানি হতে পারে।

এদিকে, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিহত তরুণী মিয়া থোয়ে থোয়ে খাইংয়ের শেষ কৃত্যে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। রোববার (২১ ফেব্রুয়ারি) রাজধানী নেপিডোতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মিয়া থোয়ে থোয়ে খাইং মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। কিছুদিন পরই তার ২০তম জন্মদিন ছিল।

পাঠকের মতামত

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...